menu-iconlogo
huatong
huatong
pritom-hasangaanchill-music-bhenge-porona-ebhabe-cover-image

Bhenge Porona Ebhabe | ভেঙ্গে পড়োনা এভাবে |

Pritom Hasan/Gaanchill Musichuatong
লিরিক্স
রেকর্ডিং
যখন

সন্ধ্যা নেমে জোনাকিরা আসে

আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে

তোমার ঘরের পুতুল গুলো তখন

চুপ অভিমানে ঘরে ফিরে যায়

ভাঙ্গা মনে

তাইতো রাত

আমায় বলে

তুমি ভেঙ্গে পড়োনা এভাবে

কেউ থাকে না চিরোদিন সাথে

যদি কাঁদো এভাবে

তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়ো না এই রাতে

ও চাঁদ

বলোনা সে লুকিয়ে আছে কোথায়?

সে কি খুব কাছের তারাটা তোমার

সে কি করেছে অভিমান আবার

হঠাৎ সে চলে গেছে শূন্যতা

যেনো এ ঘরে

তাই তো রাত

আমায় বলে

তুমি ভেঙ্গে পড়োনা এভাবে

কেউ থাকে না চিরোদিন সাথে

যদি কাঁদো এভাবে

তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়ো না রাতে

তুমি ভেঙ্গে পড়োনা এভাবে

কেউ থাকে না চিরোদিন সাথে

যদি কাঁদো এভাবে

তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়ো না এই রাতে

Pritom Hasan/Gaanchill Music থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে