menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
জানিনা কি করে

তুমি এসে হৃদয়ে

খুলে দিলে সব জানালা

তোমারই উষ্ণ হাতে

তোমার পথে

আমি দাঁড়িয়ে থাকি

একটু সময় করে কি

নিয়ে যাবে আমাকে

কাটে রাত যায় দিন অপেক্ষায়

দরজা খোলা মনে

কোন সাগরে মন ডুবে যায়

তীরের দেখা পাবে কি হৃদয়

কখনো রোদ তুমি

কখনো জোছনা

তুমি ভালোবাসো নাকি

তুমিই ভালোবাসো না

কখনো বুঝি তোমায়

কখনো বুঝিনা

তুমি ভালোবাসো নাকি

তুমিই ভালোবাসো না

দ্বিধা ভুলে

আসবে তুমি কবে

ধরবে এদুটি হাত

সব অতীত মুছে যাবে

আশা নিয়ে

বেঁচে রবো দিন শেষে

সব সুখেরই ঠিকানা

হবে আমাদের ঘরে

কাটে রাত যায় দিন অপেক্ষায়

দরজা খোলা মন

কোন সাগরে মন ডুবে যায়

তীরের দেখা পাবে কি হৃদয়

কখনো রোদ তুমি

কখনো জোছনা

তুমি ভালোবাসো নাকি

তুমিই ভালোবাসো না

কখনো বুঝি তোমায়

কখনো বুঝিনা

তুমি ভালোবাসো নাকি

তুমিই ভালোবাসো না

Pritom Hasan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে