menu-iconlogo
huatong
huatong
pritom-hasan-morey-jak-more-jak-cover-image

Morey Jak More Jak

Pritom Hasanhuatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি হাসলে যে ফোটে ফুল সবখানে

তাই তো আমি করি যে ভুল বারে বারে

তুমি যেখানে সেখানে পাখিরা ডাকে

সে পাখিরা কেউ তো চেনে না আমাকে

যদি তুমি জানতে চাও কি চাই আমি পৃথিবীতে

রাখবে কি গোপন করে, না হয়ে অবাক!

আমিতো চাই পৃথিবীর সবাই মরে যাক

শুধু তোমার ফুল তোমার পাখিরা বেঁচে থাক

আমিতো চাই পৃথিবীর সবাই মরে যাক

শুধু তোমার ভুল তোমার হাসিরা বেঁচে থাক

পলক বিহীন আয়নাতে

চেয়ে থাকো যদি

সে ভেঙ্গে যাবে

সে ভেঙ্গে যাবে

তোমার প্রিয় তারার দল

ভুলে গেছে আমাকে

অনেক আগে

অনেক আগে

যদি তুমি জানতে চাও

কত ব্যাথা এ হৃদয়ে...

শুনবেকি সময় নিয়ে

না হয়ে রাগ...

আমিতো চাই পৃথিবীর সবাই মরে যাক

শুধু তোমার ফুল তোমার পাখিরা বেঁচে থাক

আমিতো চাই পৃথিবীর সবাই মরে যাক

শুধু তোমার ভুল তোমার হাসিরা বেঁচে থাক

Pritom Hasan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে