তোমার একটু ছোঁয়া পেলে
আমি হারিয়ে যাই
এ বুকে তুমি জড়ালে
ভাসি মন মায়ায়
ও এমনি করে
সারাটা জীবন
তোমার ভালোবাসা চাই
যতন করে রেখেছি তোমায়
আমার এই মন মন্দিরে
নিশিদিন স্বপ্ন বুনে যাই
এই মন পাঁজরে
ও এমনি করে
সারাটা জীবন
তোমার ভালোবাসা চাই
তোমার একটু ছোঁয়া পেলে
আমি হারিয়ে যাই
এ বুকে তুমি জড়ালে
ভাসি মন মায়ায়
তুমি আছো
হৃদয় জুড়ে বুকের মাঝখানেতে
তুমিই জীবন তুমিই মরণ
যেদিকে চাই সবখানেতে
ও এমনি করে
সারাটা জীবন
তোমার ভালোবাসা চাই
তোমার একটু ছোঁয়া পেলে
আমি হারিয়ে যাই
এ বুকে তুমি জড়ালে
ভাসি মন মায়ায়