ও হো হো
সেই মেয়েটি.....
আমাকে ভালবাসেসে কিনা আমি জানিনা
সেই মেয়েটি.....
আমাকে ভালবাসে কিনা আমি জানিনা
যার মেঘ কালো চুল ও ও ও
হরিণীর চোখ ও ও ও
কন্ঠটি গানের বীনা হো হো হো
সেই মেয়েটি....
আমাকে ভালবাসে কিনা আমি জানিনা
তার হাঁসি যেনো শিশিরের কনা
তার দৃষ্টি যেনো মায়াবী ছলনা
তার হাঁসি যেনো শিশিরের কণা
তার দৃষ্টি যেনো মায়াবী ছলনা
তাকে না দেখে ও মনে হয়
সে আমার অনেক দিনের চেনা...
হো হো হো
সেই মেয়েটি.....
আমাকে ভালবাসে কিনা আমি জানিনা
তার চরণ যেনো নুপুরের দোলা
তার হৃদয় যেনো বাতায়ন খোলা
তার চরণ যেনো নুপুরের দোলা
তার হৃদয় যেনো বাতায়ন খোলা
তাকে না পেয়েও মনে হয় সে
আমার ভালবাসা দিয়ে কেনা
হো হো হো
সেই মেয়েটি......
আমাকে ভালবাসে কিনা আমি জানিনা
যার মেঘ কালো চুল ও ও ও
হরিণীর চোখ ও ও ও
কন্ঠটি গানের বীনা
হো হো হো..