menu-iconlogo
huatong
huatong
avatar

ঝাপ দিয়া- এন্ড্রু কিশোর

RA RASELhuatong
꧁𒈒.𝑹𝑨❦𝑹𝑨𝑺𝑬𝑳𒈒🇧🇩💗🅱🅳𓀑𒈒࿐huatong
লিরিক্স
রেকর্ডিং
একটু অপেক্ষা করুন?

আমি ঝাপ দিয়া তোর প্রেম নদীতে রেএএএ বন্ধু

জীবনে পাইলাম না কুল,

বুঝে গেছি ভালোবাসা ভুল।

আমি জেনে গেছি ভালবাসা ভূল

আমি ঝাপ দিয়া তোর প্রেম নদীতে রেএএএ বন্ধু

জীবনে পাইলাম না কুল,

বুঝে গেছি ভালোবাসা ভুল,

আমি জেনে গেছি ভালবাসা ভূল,

꧁࿇ ? ? ? ࿇꧂

যে দিন আমি রেখে ছিলাম তোর হাতে হাত,

সেই দিন হতে নিশি আমার হয় নারে প্রভাত।

যে ব্যাথা আমার প্রানেএএএ

সে ব্যাথা অন্যে জানে গোওওও

আরে ও বন্ধুরেএএএ

আমার মনটা আগেই মরে গেছে

আমার মনটা আগেই মরে গেছেএ

ঝরে গেছে আশার ফুল

বুঝে গেছি ভালোবাসা ভুল,

আমি জেনে গেছি ভালবাসা ভূল।

꧁࿐༵༆༒? ?: 1005358༒༆࿐༵ ꧂

কত রকম আলোচনা শুনি সবার মুখেএএএ

আমার বুকে আগুন জেলে তুমি আছো সুখেএ

তোমার সুখে তুমি থাকোওওও

স্বপ্নে কেনো আমায় ডাকোগোওওও

আরে ওও বন্ধুরেএএ

আমি জেগে তোমায় নাই পাই যখন..

আমি জেগে তোমায় নাই পাই যখন,

নিজেই ছিড়ি নিজের চুল।

বুঝে গেছি ভালোবাসা ভুল,

আমি জেনে গেছি ভালবাসা ভূল।

আমি ঝাপ দিয়া তোর প্রেম নদীতে রেএএএ বন্ধু

জীবনে পাইলাম না কুল,

বুঝে গেছি ভালোবাসা ভুল।

আমি জেনে গেছি ভালবাসা ভূল

আমি ঝাপ দিয়া তোর প্রেম নদীতে রেএএএ বন্ধু

জীবনে পাইলাম না কুল,

বুঝে গেছি ভালোবাসা ভুল।

আমি জেনে গেছি ভালবাসা ভূল?

?ধন্যবাদ?

RA RASEL থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে