menu-iconlogo
huatong
huatong
avatar

Amar shokol dukher prodip Rs

Rabindra Sangeethuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস

গেলে করব নিবেদন

আমার ব্যথার পূজা হয়নি সমাপন

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস

গেলে করব নিবেদন

আমার ব্যথার পূজা হয় নি সমাপন \

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস

গেলে করব নিবেদন

যখন বেলা শেষের ছায়ায়

পাখিরা যায় আপন কুলায় মাঝে,

সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,

যখন বেলা শেষের ছায়ায়

পাখিরা যায় আপন কুলায় মাঝে,

সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,

তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন

আমার ব্যথার পূজা হবে সমাপন

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস

গেলে করব নিবেদন

অনেক দিনের অনেক কথা,

ব্যাকুলতা, বাঁধা বেদন ডোরে,

মনের মাঝে উঠেছে আজ ভ'রে ।

অনেক দিনের অনেক কথা,

ব্যাকুলতা, বাঁধা বেদন ডোরে,

মনের মাঝে উঠেছে আজ ভ'রে ।

যখন পূজার হোমানলে উঠবে

জ্বলে একে একে তারা,

আকাশ পানে ছুটবে বাঁধন হারা,

যখন পূজার হোমানলে উঠবে

জ্বলে একে একে তারা,

আকাশ পানে ছুটবে বাঁধন হারা,

অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন

আমার ব্যথার পূজা হবে সমাপন

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস

গেলে করব নিবেদন

আমার ব্যথার পূজা হয় নি সমাপন

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস

গেলে করব নিবেদন

Rabindra Sangeet থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে