menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি বনলতা যে আমার

তুমি কবিতা ভালোবাসার

এই মনে তুমি, এই প্রাণে তুমি

তুমি আমার, আমি তোমার

সাত সাগর পাড়ের রাজকুমার

তুমি ভাঙালে ঘুম যে আমার

এই মনে তুমি, এই প্রাণে তুমি

তুমি আমার, আমি তোমার

তোমার পরশে মন জুড়ালো যেমন

বৈশাখী দুপুরে দখিনা পবন

তুমি শীতের ভোরে মিঠে রোদের মতন

মধু তাপে পোড়ালে যে আমার মন

তুমি আছো হৃদয়ে আমার

আর নেই তো কিছুই চাওয়ার

সাত সাগর পাড়ের রাজকুমার

তুমি ভাঙালে ঘুম যে আমার

এই মনে তুমি, এই প্রাণে তুমি

তুমি আমার, আমি তোমার

ভেবে দেখো এখন যদি হয় গো এমন

আমি নেই আর, বলো কী হবে তখন

তার চেয়ে যেন আমার হয় গো মরণ

না হলে শেষ করে দেবো এ জীবন

প্রিয়তম, দোহাই তোমার

এই কথা বলো না গো আর

তুমি বনলতা যে আমার

তুমি কবিতা ভালোবাসার

এই মনে তুমি, এই প্রাণে তুমি

তুমি আমার, আমি তোমার

সাত সাগর পাড়ের রাজকুমার

তুমি ভাঙালে ঘুম যে আমার

এই মনে তুমি, এই প্রাণে তুমি

তুমি আমার, আমি তোমার

তুমি আমার, আমি তোমার

তুমি আমার, আমি তোমার

Raghab Chatterjee/JoJo থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে