menu-iconlogo
huatong
huatong
avatar

চাঁদ কেন আসেনা আমার ঘরে Chad Keno Ashena

Raghab Chatterjeehuatong
sheila.butcharthuatong
লিরিক্স
রেকর্ডিং

চাঁদ কেন.....আসেনা আমার ঘরে..

চাঁদ কেন.. আসেনা আমার ঘরে

হো.. চাঁদ কেন.. আসেনা আমার ঘরে..

চাঁদ কেন আসেনা আমার ঘরে

সে অভিমানিনী, আজো তো বলেনি

অভিমানিনী, আজো তো বলেনি

আসবে কিনা সে ফিরে.. ও..ও..ও

চাঁদ কেন.. আসেনা আমার ঘরে..

চাঁদ কেন.. আসেনা আমার ঘরে..

দিন যায় রাত যায়, বয়ে যায় সময়

ম্লান মুখ তার.. আজো সেই

চোখ চায় মন চায়, তবু ভাঙ্গা হৃদয়

সবি আছে.. চাঁদ শুধু নেই

মেঘেরা যদি.. গিয়েছে দূরে সরে..

চাঁদ কেন.. আসেনা আমার ঘরে..

জোয়ার ভাটায়, চাঁদ আসে চাঁদ যায়

আলো করে.. আঙিনা সবার

আমি আছি ভরসায়.. ঘোর অমানিশায়

কাটেনা কেন যে এ আঁধার

ভালোবাসা.. গুমরে কেঁদে মরে..

চাঁদ তবু.. আসেনা আমার ঘরে..

হো.. চাঁদ কেন.. আসেনা আমার ঘরে..

চাঁদ কেন.. আসেনা আমার ঘরে..

সে অভিমানিনী, আজো তো বলেনি

অভিমানিনী আজো তো বলেনি

আসবে কিনা সে ফিরে ও..ও..ও..

চাঁদ কেন....

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Raghab Chatterjee থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে