menu-iconlogo
huatong
huatong
avatar

Hoyto Tomake Paabo na aar

Raghavhuatong
লিরিক্স
রেকর্ডিং
হয়তো তোমাকে পাবো না আর

মনে হয় দেখা হবে না আবার

হয়তো তো..মাকে পাবো না আর

মনে হয় দেখা হবে না আবার

এ মিলন কি আর হবে

তুমি স্মৃতি হয়ে রবে

হো...হয়তো তোমাকে পাবো না আর

মনে হয় দেখা হবে না আবার

এ মিলন কি আর হবে

তুমি স্মৃতি হয়ে রবে

---First Interlude---

প্রথম পরিচয়ে যারে ভালোবেসেছি...

সে তো ছিলে তুমি

আমার চলার পথে যে দিয়ে গেল প্রেরণা ..

সে তো ছিলে তুমি

আলেয়া কি ছিলো সবি তবে

কে জানে যে দেখা হবে না হবে

তবু স্মৃতি হয়ে রবে

তুমি স্মৃতি হয়ে রবে

হো...হয়তো তোমাকে পাবো না আর

মনে হয় দেখা হবে না আবার

এ মিলন কি আর হবে

তুমি স্মৃতি হয়ে রবে

----Second Interlude----

বৃষ্টি ভেজা সন্ধ্যা আর সেই মধু যামীনি..

দাও ফিরিয়ে আমায়

ছোট ছোট খুশি আর স্বপ্ন আশা ভরা..

দাও ফিরিয়ে আমায়

একটি বারের মতো কাছে এসে

আমায় কি তুমি দেখে যাবে

যেন স্মৃতি হয়ে রবে

তুমি স্মৃতি হয়ে রবে

হো...হয়তো তোমাকে পাবো না আর

মনে হয় দেখা হবে না আবার

এ মিলন কি আর হবে

তুমি স্মৃতি হয়ে রবে

Raghav থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে