menu-iconlogo
huatong
huatong
avatar

নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি

Rahul AMBhuatong
লিরিক্স
রেকর্ডিং

নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি

জীবনে তুমি, মরনেও তুমি

তুমি.....তুমি..... তুমি

শুধু যে তুমি

শয়নে তুমি, স্বপনেও তুমি

অন্তরে তুমি, বাহিরেও তুমি

তুমি.....তুমি.... তুমি

শুধু যে তুমি

নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি

ও.....ও.....

ও.....ও.....

কপালে লাল টিপ সেইতো তুমি

পরনে পেচানো শাড়ি সেইতো তুমি

আকাশে চাঁদ হাসে সেইতো তুমি

ঝিকিমিকি তারা জলে সেইতো তুমি

তুমি.....তুমি ....তুমি

শুধু যে তুমি

শয়নে তুমি, স্বপনেও তুমি

ও.....ও.....

ও.....ও.....

আধারে জোনাকিটা সেইতো তুমি

সাত রঙের রংধনু সেইতো তুমি

যার কোন শেষ নেই সেইতো তুমি

পুড়ালেও পোড়াবেনা সেইতো তুমি

তুমি.....তুমি .... তুমি

শুধু যে তুমি

নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি

জীবনে তুমি, মরনেও তুমি

তুমি.....তুমি.....তুমি

শুধু যে তুমি

শয়নে তুমি, স্বপনেও তুমি

অন্তরে তুমি, বাহিরেও তুমি

তুমি.....তুমি....তুমি

শুধু যে তুমি

নিঃশ্বাসে তুমি

বিশ্বাসে তুমি

সাবিনা ইয়াসমিন , মনির খান

Rahul AMB থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে