menu-iconlogo
logo

Ay Na Aro Kache (From "Love Story")

logo
লিরিক্স
তোকে এঁকেছি দু'পলকে

আয় না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

মনে, রেখেছি কি গোপনে

আয়না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

আমি তোর আদোরে আজ

হবো একলা মহারাজ,

তোকে মাখবো নিরালায়, সারা গায়

তোকে এঁকেছি দু'পলকে

আয় না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

বারণ ভুলে সব, আরও কাছে আয়

আড়াল ভেঙে দিয়েছি, ঠোঁটের ইশারায়।

আমি তোর আদোরে আজ

হবো একলা মহারাজ,

তোকে মাখবো নিরালায়, সারা গায়

তোকে এঁকেছি দু'পলকে

আয় না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

তুলোর মতো তুই, ফুলের মতো লাল

বুকের মাঝে এইরকম থাকিস চিরকাল।

আমি তোর আদোরে আজ

হবো একলা মহারাজ,

তোকে মাখবো নিরালায়, সারা গায়

তোকে এঁকেছি দু'পলকে

আয় না আরও কাছে তুই

ভালোবেসে তোকে ছুঁই।

Raj Barman/Savvy/Bonny/Rittika Den-এর Ay Na Aro Kache (From "Love Story") - লিরিক্স এবং কভার