menu-iconlogo
huatong
huatong
avatar

Aj Dukkho Bholar Din

Rajibhuatong
লিরিক্স
রেকর্ডিং
আজ দুঃখ ভোলার দিন

আজ মন হবে যে রঙ্গিন

আজ প্রাণ খুলে শুধু গান হবে

সুখ হবে সীমাহীন...

আজ দুঃখ ভোলার দিন

আজ মন হবে যে রঙ্গিন

আজ প্রাণ খুলে শুধু গান হবে

সুখ হবে সীমাহীন...

চলো দুজনে আজ হারিয়ে যাই

ভুলে অভিমান

যত কষ্ট আছে সবই ভুলে

গাই সুখেরি গান

আজ নেইতো পিছুটান।

পাখিরা গান করে আজ

নদীতে ঢেউ

হাতে হাত রেখে হাঁটি

জানবে নাতো কেউ

পাখিরা গান করে আজ

নদীতে ঢেউ

হাতে হাত রেখে হাঁটি

জানবে নাতো কেউ

তুমি বল হাঁটতে তোমার ভালোলাগেনা।

চলো দুজনে আজ হারিয়ে যাই

ভুলে অভিমান

যত কষ্ট আছে সবই ভুলে

গাই সুখেরি গান

আজ নেইতো পিছুটান।

আকাশে মেঘ জমেছে

ঝরছে অঝর

দূরে কেন কাছে এসো

ভাবছো মিছে পর

আকাশে মেঘ জমেছে

ঝরছে অঝর

দূরে কেন কাছে এসো

ভাবছো মিছে পর

তুমি বল বাইরে তোমার

মন বসে না।

চলো দুজনে আজ হারিয়ে যাই

ভুলে অভিমান

যত কষ্ট আছে সবই ভুলে

গাই সুখেরি গান

আজ নেইতো পিছুটান।

আজ দুঃখ ভোলার দিন

আজ মন হবে যে রঙ্গিন

আজ প্রাণ খুলে শুধু গান হবে

সুখ হবে সীমাহীন...

আজ দুঃখ ভোলার দিন

আজ মন হবে যে রঙ্গিন

আজ প্রাণ খুলে শুধু গান হবে

সুখ হবে সীমাহীন...

চলো দুজনে আজ হারিয়ে যাই

ভুলে অভিমান

যত কষ্ট আছে সবই ভুলে

গাই সুখেরি গান

আজ নেইতো পিছুটান।

Rajib থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে