( M ) তোমার চোখেরই কাজলে আমারি নাম লেখা,জানো কি?
তোমার ভালো-বাসায় আমি,সব কিছু যে পেয়েছি,
আমি যা চেয়েছি
***********
( F ) তোমার চোখেরই ভাষাতে আমারি
নাম লেখা- জানো কি?
তোমার ভালো- বাসায় আমি,সব কিছু যে পেয়েছি,
আমি যা চেয়েছি
( M ) তোমার চোখেরই কাজলে আমারি নাম লেখা- জানো কি?
(M) তোমার সুখের জন্য আমি,
নিজেকে হারাতে রাজি,
( F) একটু হাসি,আনতে তোমার
মরণকে রাখবো বাজি,
*************
( F) তোমার সুখের জন্য আমি,
নিজেকে হারাতে রাজি,
( m ) একটু হাসি, আনতে তোমার,
মরণকে রাখবো বাজি,
( F ) ও তোমার চোখেরই ভাষাতে আমারি
নাম লেখা-জানো কি?
( M ) তোমার চোখেরই কাজলে আমারি নাম-লেখা-জানো কি?
( F ) আমরা দুজন এক হয়ে যে,
আছি এই সাধের ঘরে,
( M ) কোনদিনও, ভাঙবে না সে,
ভুলেরি ঘূর্ণিঝড়ে,
***************
(M ) আমরা দুজন এক হয়ে যে,
আছি এই সাধের ঘরে,
( F ) কোনদিনও ভাঙবে না সে,
ভুলেরি ঘূর্ণিঝড়ে
( M ) তোমার চোখেরই কাজলে আমারি নাম লেখা- জানো কি?
তোমার ভালো, বাসায় আমি, সব কিছু যে পেয়েছি,
আমি যা চেয়েছি,
*********
( F ) তোমার চোখেরই ভাষাতে আমারি
নাম লেখা- জানো কি?
তোমার ভালো বাসায় আমি,সব কিছু যে পেয়েছি
আমি যা চেয়েছি
( M ) তোমার চোখেরই কাজলে আমারি নাম লেখা-জানো কি?
( F ) তোমার চোখেরই ভাষাতে আমারি
নাম-লেখা জানো কি?