menu-iconlogo
huatong
huatong
avatar

আসুন দাদা আসুন দিদি

Ram patrahuatong
༄᭄𝙍𝙖𝙢𝙋𝙖𝙩𝙧𝙖🕊⃝ᤢ࿐huatong
লিরিক্স
রেকর্ডিং
আসুন দাদা-- আসুন দিদি--

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আবার

আসুন দাদা-- আসুন দিদি--

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আবার

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

≈আপলোড বাই রাম পাত্র≈

ডিমের ডবিল আছে। কষা মাংস আছে

আছে চিংড়ি মাছের কাটলেট

কচুড়ি পাবেন সিঙ্গাড়া পাবেন

পাবে ডিমের মামলেট

আছে ডিমের ডেবিল আর মাংস কষা

রকমারি কাবাব

রকমারি কাবাব দাদা

রকমারি কাবাব

চিংড়ি মাছের কাটলেটেরি বলুন কোথায় জবাব

বলুন কোথায় জবাব দাদা বলুন কোথায় জবাব

এই খাওয়াতে এমন জাদু, হ‍্যে হ‍্যে হ‍্যে হ‍্যে

এই খাওয়াতে এমন জাদু

ছেলে মেয়ে পটে

পটে গেলে কেউ কাউকে ছাড়বে না তো আর

আসুন দাদা আসুন দিদি-----

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

≈আপলোড বাই রাম পাত্র≈

আরে বউ যদি ঝাঁটা মারে

বেরো মুখপোড়া

ঝাঁটিয়ে তোর বিষ ছেড়ে দেবো না---

বউ যদি ঝাঁটা মারে শান্তি পাবেন এসে

শান্তি পাবেন এসে এখানে

শান্তি পাবেন এসে

গরম চা আর সিঙ্গাড়া তে

দুঃখ যাবে ভেসে

দুঃখ যাবে ভেসে দাদা

দুঃখ যাবে ভেসে

ঘুরে যাবে ভাগ্যের চাকা--ঘুরে যাবে রে--

ঘুরে যাবে ভাগ্যের চাকা আসবে অনেক টাকা

লজ্জা কেন চলে আসুন

এখানে একবার

আসুন দাদা আসুন দিদি-----

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

≈আপলোড বাই রাম পাত্র≈

দেশের লোকের করব সেবা

তাই খুলেছি দোকান

তাই খুলেছি দোকান দাদা তাই খুলেছি দোকান

খাওয়াবে আর খাবে যারা তারা হবে মহান

তারা হবে মহান দাদা তারা হবে মহান

তবে একটা কথা বলে রাখছি-----

একটা কথা এই দোকানে নগদে কারবার

হাসিমুখে করব সেবা আমরা জনতার

আসুন দাদা আসুন দিদি-----

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আবার

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

আসুন আসুন খেয়ে দেখুন

এই দোকানের খাবার

≈আপলোড বাই রাম পাত্র≈

Ram patra থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে