Upload Ram Patra
Lyrics Chandra
গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রনা -
গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রনা -
ধরেছে মা কত শক্তি বল,
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল--
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল--
গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রনা-
গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রনা-
ধরেছে মা কত শক্তি বল,
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল--
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল--
Upload Ram Patro
Lyrics Chandra
দশ দিন দশ মাস" রেখে ছিলো যঠোরে
প্রসবিল মাগো আমায় কত কষ্ট করে
দশ দিন দশ মাস" রেখে ছিলো যঠোরে
প্রসবিল মাগো আমায় কত কষ্ট করে
হায় গো আমার মা জননী
দেখালে এই বিশ্বভূমি
হায় গো আমার মা জননী
দেখালে এই বিশ্বভূমি
কাঁটা গাছে ধরাইলো ফল
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল--
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল--
°• Upload ram patra •°°
Lyrics •: Chandra :•
কেউ করে গো মায়ের পূজা
কেউ বা করে অনাচার -
তবু ভালোবাসা দিয়ে" গড়েছে এ সংসার
কেউ করে গো মায়ের পূজা
কেউ বা করে অনাচার
তবু ভালোবাসা দিয়ে "গড়েছে এ সংসার
স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা
স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা
মনে পরে মায়েরি আঁচল
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল
-:-Upload Ram Patra-:-
Lyrics~:Chandra:~
শিশুকালে মায়ের কোলে-করিতাম খেলা
ব্যথা ভরা জীবনে" জুড়াইতাম জ্বালা--
শিশুকালে মায়ের কোলে-করিতাম খেলা
ব্যথা ভরা জীবনে" জুড়াইতাম জ্বালা--
বিজয় ধীবর বলে ভাই মা ছাড়া মোর কিছুনাই।
বিজয় ধীবর বলে ভাই মা ছাড়া মোর কিছুনাই।
মা যে আমার সম্বল -
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল
গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রনা -
গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রনা -
ধরেছে মা কত শক্তি বল,
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল--
এই দুনিয়ায় "তবু কেন মায়ের চোখে জল--
ও গো মা---------
ও গো মা---------
"তবু কেন মায়ের চোখে জল-- "তবু কেন মায়ের চোখে জল-- "তবু কে�