menu-iconlogo
huatong
huatong
razzakmilubaba-keno-chakoranupam--cover-image

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

Razzak/Milu/BABA KENO CHAKOR/Anupamhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার মত এত সুখী

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জানি এই বাঁধন চিড়ে গেলে কভু

আসবে আমার মরণ

আমার মত এত সুখী

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

আমরা সবাই বন্ধু গ্রুপ

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মত এত সুখী

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

গানের শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা এখন

আমার মত এত সুখী

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জড়ানো মায়ার বাঁধন

লাইক দিতে ভুলবেন না প্লিজ

Razzak/Milu/BABA KENO CHAKOR/Anupam থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে