R+M
R----
মৌসুমি... মৌসুমি
মৌসুমি... মৌসুমি ...
......................
বৃষ্টি ভেজা মনে
এক মুঠো রোদ তুমি
এ বুকের মরুদ্দানে
বাসন্তী ফুল তুমি।।
................
বৃষ্টি ভেজা মনে
এক মুঠো রোদ তুমি
এ বুকের মরুদ্দানে
বাসন্তী ফুল তুমি।।
দু চোখের আকাশ জুড়ে
নীলের ছোঁয়া তুমি।
হৃদয়ের বিনা তারে
সুরের খেলা তুমি।
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী....।
...............
বৃষ্টি ভেজা মনে
এক মুঠো রোদ তুমি
এ বুকের মরুদ্দানে
বাসন্তী ফুল তুমি।।
দু চোখের আকাশ জুড়ে
নীলের ছোঁয়া তুমি।
হৃদয়ের বিনা তারে
সুরের খেলা তুমি।
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী....।
M
R
বৃষ্টি ভরে ঘাসের বুকে
শিশির কণা তুমি।
ভরো তাপে দুপুর বেলা
তমাল ছায়া তুমি।
......................
বৃষ্টি ভরে ঘাসের বুকে
শিশির কণা তুমি।
ভরো তাপের দুপুর বেলা
তমাল ছায়া তুমি।
মায়াবী সাজে গোধুলী তুমি
নিঝুম রাতের জোছনা তুমি।
মায়াবী সাজে গোধুলী তুমি
নিঝুম রাতের জোছনা তুমি।
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী....
..........................
বৃষ্টি ভেজা মনে
এক মুঠো রোদ তুমি
এ বুকের মরুদ্দানে
বাসন্তী ফুল তুমি।।
দু চোখের আকাশ জুড়ে
নীলের ছোঁয়া তুমি।
হৃদয়ের বিনা তারে
সুরের খেলা তুমি।
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী....।
M
R
বর্ষাকালে আকাশ জুড়ে
রংধনু ওই তুমি
শরৎকালে কাশের বনে
মাতাল হাওয়া তুমি..
........................
বর্ষাকালে আকাশ জুড়ে
রংধনু ওই তুমি
শরৎকালে কাশের বনে
মাতাল হাওয়া তুমি..
ফেরারি মরে. ঠিকানা তুমি
চোখের নদীর. মোহনা তুমি
ফেরারি মরে. ঠিকানা তুমি
চোখের নদীর. মোহনা তুমি
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী.....
........................
বৃষ্টি ভেজা মনে
এক মুঠো রোদ তুমি
এ বুকের মরুদ্দানে
বাসন্তী ফুল তুমি।।
.................
বৃষ্টি ভেজা মনে
এক মুঠো রোদ তুমি
এ বুকের মরুদ্দানে
বাসন্তী ফুল তুমি।।
দু চোখের আকাশ জুড়ে
নীলের ছোঁয়া তুমি।
হৃদয়ের বিনা তারে
সুরের খেলা তুমি।
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী....।
মৌসুমী মৌসুমী
ও আমার মৌসুমী
RIPON