menu-iconlogo
huatong
huatong
avatar

Prem Pobon (Meghoboron) Tanjib Sarowar

Rj Rayhanhuatong
𝚁𝙹_𝚁𝚊𝚢𝚑𝚊𝚗🔥🅱️🅱️S⚔️🇧🇩huatong
লিরিক্স
রেকর্ডিং
যা বুজে দু নয়ন

মন গহীনে

যা বলার আছে টা..দাও বলে

ঐ সূর্যটার মত..যাবো ডুবে

যদি নামে সে আধার..নিয়ে দূরে

কান পেতে সুনে যাও

এ মন মেঘেলা

বলবে ভালোবাসি

নামবে বরষা

ও জান ও পরান

তুমি সুখের প্রেম পবন

সেই পবনে ভাসায়ে

লয়ে যাও এই মন

ও জান ও পরান

তুমি মোর প্রেম পবন

সেই পবনে ভাসাবো

তোমার আমার মধুখন

সুন্নতার ভিরে

ছিলাম আমি একা

নব প্রেমে..ডুবেছে ডানা

অবেলায় আসোনি

তবুও মনে রেখে

কারো, প্রেমে.. পরিনি

ও জান ও পরান

তুমি সুখের প্রেম পবন

সেই পবনে ভাসায়ে

লয়ে যাও এই মন

ও জান ও পরান

তুমি মোর প্রেম পবন

সেই পবনে ভাসাবো

তোমার আমার মধুখন

বুঝিনি বোঝার

ছিলো এতটা ভুল

যার মাসুলে.. হয়েছি হরণ

মন ও মন বড় সাদা

তার মাঝে একজনা

কারো, প্রেমে.. পরিনা

ও জান ও পরান

তুমি সুখের প্রেম পবন

সেই পবনে ভাসায়ে

লয়ে যাও এই মন

ও জান ও পরান

তুমি মোর প্রেম পবন

সেই পবনে ভাসাবো

তোমার আমার মধুখন

যা বুজে দু নয়ন

মন গহীনে

যা বলার আছে টা..দাও বলে

ঐ সূর্যটার মত..যাবো ডুবে

যদি নামে সে আধার..নিয়ে দূরে

ও জান ও পরান

তুমি সুখের প্রেম পবন

সেই পবনে ভাসায়ে

লয়ে যাও এই মন

ও জান ও পরান

তুমি মোর প্রেম পবন

সেই পবনে ভাসাবো

তোমার আমার মধুখন

Rj Rayhan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Rj Rayhan-এর Prem Pobon (Meghoboron) Tanjib Sarowar - লিরিক্স এবং কভার