menu-iconlogo
huatong
huatong
avatar

খুব বেশী মনে পড়ে তোমাকে

Robi Chowdhuryhuatong
s_shirley_coffinhuatong
লিরিক্স
রেকর্ডিং
খুব বেশী মনে পড়ে তোমাকে..

ভুল করে মনে পড়ে তোমাকে..

হৃদয়টা শূন্যে করে..

চলে গেছো বহু দূরে..

ভুলতে পারিনি তবু তোমাকে..

খুব বেশী মনে পড়ে তোমাকে..

ভুল করে,মনে পড়ে তোমাকে..

কতো চেনা মুখ আমি দেখী,প্রতি দিন

চোখেরী আরাল হয়ে,আছো বহু দিন

কতো চেনা মুখ আমি দেখী,প্রতি দিন

চোখেরী আরাল হয়ে,আছো বহু দিন

হয়তো এখন তুমি,ভুলে গেছো আমাকে

ভুলতে পারিনি আমি তোমাকে

খুব বেশী মনে পড়ে তোমাকে..

ভুল করে,মনে পড়ে তোমাকে..

ভুল ভেঙ্গে গেলে যদি আসো কোনো দিন

ফিরিয়ে দেবোনা তোমায়,আমি সেই দিন

ভুল ভেঙ্গে গেলে যদি আসো কোনো দিন

ফিরিয়ে দেবোনা তোমায়,আমি সেই দিন

এখনো তোমার স্মৃতি,পিছু ডাকে আমাকে

ভুলতে পারিনা তাই,তোমাকে

খুব বেশী মনে পড়ে তোমাকে..

ভুল করে,মনে পড়ে তোমাকে..

হৃদয়টা শূন্যে করে..

চলে গেছো বহু দূরে..

ভুলতে পারিনি তবু তোমাকে..

খুব বেশী মনে পড়ে তোমাকে..

ভুল করে মনে পড়ে তোমাকে..

(( বিডি মিউজিক ))

Robi Chowdhury থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে