menu-iconlogo
huatong
huatong
avatar

দেশটা তোমার বাপের নাকি

RONY KHANhuatong
লিরিক্স
রেকর্ডিং
ও দেশটা তোমার বাপের নাকি,,,

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে?

সব জনগণের গলা,,,

<<মিউজিক আপলোডঃ রনি খান>>

ও দেশটা তোমার বাপের নাকি

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে

জনগণের গলা

ও দেশটা তোমার বাপের নাকি

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে

জনগণের গলা

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কা,,,ম

ও দেশটা তোমার বাপের নাকি

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে

জনগণের গলা

ও দেশটা তোমার বাপের নাকি

করছো ছলা কলা

কিছু বললেই ধরছো চেপে

জনগণের গলা

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কা,,,ম

ওরে লুট করে, চুরি করে পালাবে কোথায়?

দারিয়ে আছে জনগণ তোমার পাহারায়

আরে লুট করে, চুরি করে পালাবে কোথায়?

দারিয়ে আছে জনগণ তোমার পাহারায়

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কা,,,ম

এখন উন্নয়নের কথা বলে,,,, চুরি করে খায়,,

ওরে দুঃখ কষ্টে,মরছে মানুষ তার হিসেব নাই

উন্নয়নের কথা বলে চুরি করে খায়

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি,,

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছা রাম ভয় দেখিয়ে হবে নারে কা,,,,ম

RONY KHAN থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

RONY KHAN-এর দেশটা তোমার বাপের নাকি - লিরিক্স এবং কভার