menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি না এলে এই শ্রাবণ গাইবে বিরহ গান

তুমি না এলে এই শ্রাবণ গাইবে বিরহ গান

যদি খুব আদরে ডাকি তোমাকে

যদি খুব আদরে ডাকি তোমাকে

ভুলে যেও অভিমান, হায়

তুমি না এলে এই শ্রাবণ গাইবে বিরহ গান

তুমি না এলে এই শ্রাবণ গাইবে বিরহ গান

চোখের পাতায় স্মৃতি ভেসে যায়

আনমনে গায় তোমার গান

চোখের পাতায় স্মৃতি ভেসে যায়

আনমনে গায় তোমার গান

মনেরই খাতায়, রঙিন পাতায়

শুধু লিখে যায় তোমার নাম

যদি খুব আদরে ডাকি তোমাকে

যদি খুব আদরে ডাকি তোমাকে

ভুলে যেও অভিমান, হায়

কী করে করি আড়াল, মন আজ বেসামাল

তোমারই আশায়, ভালোবাসায়

চায় মন পালাতে, কাছে আরো হারাতে

যদি দাও ধরা ভালোবাসায়

যদি খুব আদরে ডাকো আমাকে

যদি খুব আদরে ডাকো আমাকে

কী করে রাখি অভিমান?

তুমি না এলে এই শ্রাবণ গাইবে বিরহ গান

তুমি না এলে এই শ্রাবণ গাইবে বিরহ গান

Rudra Majumder/Biyas Sarkar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে