menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমার প্রেমের অহংকার

RunaLailahuatong
লিরিক্স
রেকর্ডিং
প্রিয়া..

হো হো..

প্রিয়া..

হো হো..

প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার

মন চায় সেই নামে ডাকি যে আবার

প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার

মন চায় সেই নামে ডাকি যে আবার

তুমি আমার প্রেমের অহংকার

প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকো যতবার

মন চায় সেই নামে ডাকো বারেবার

প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকো যতবার

মন চায় সেই নামে ডাকো বারেবার

তুমি আমার প্রেমের অহংকার

যদি কেউ প্রশ্ন করে

কি পেলে পৃথিবীতে

বলবো পেয়েছি আমি

জীবনের সাথীটাকে

যদি কেউ প্রশ্ন করে

কি পেলে পৃথিবীতে

বলবো পেয়েছি আমি

জীবনের সাথীটাকে

তুমি আছো আমি আছি

হৃদয়ের কাছাকাছি

কোন কিছু চাইনা তো আর

তুমি আমার প্রেমের অহংকার

প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার

মন চায় সেই নামে ডাকি যে আবার

প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকো যতবার

মন চায় সেই নামে ডাকো বারেবার

তোমাকে সামনে রেখে

আগামীর স্বপ্ন দেখি

স্বর্গ দেখিনি আমি

তবু তার ছবি আঁকি

তোমাকে সামনে রেখে

আগামীর স্বপ্ন দেখি

স্বর্গ দেখিনি আমি

তবু তার ছবি আঁকি

আমি রবো তুমি রবে

চিরদিন অনুভবে

কোন কিছু চাইনা তো আর

তুমি আমার প্রেমের অহংকার

প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকো যতবার

মন চায় সেই নামে ডাকো বারেবার

প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার

মন চায় সেই নামে ডাকি যে আবার

তুমি আমার প্রেমের অহংকার

RunaLaila থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে