কিশোরী তোর চোখের জলে 
কিশোরী তোর চোখের জলে, 
সাগর কেন কথা বলে রে 
কিশোরী তোর চোখের জলে, 
সাগর কেন কথা বলে রে 
ও মন, বাঁধিস কেন মায়ার ডোরে, 
সোনার খাঁচায় শিকল পরে 
রাখিস কেন, পাখি টারে .. 
কিশোরী তোর চোখের জলে, 
সাগর কেন কথা বলে রে .. 
ও মন, বাঁধিস কেন মায়ার ডোরে, 
 সোনার খাঁচায় শিকল পরে 
 রাখিস কেন, পাখি টারে  
 কিশোরী তোর বিষন্নতায়, 
আগুন আমার নিভিতে চায় রে 
কিশোরী তোর বিষন্নতায়, 
আগুন আমার নিভিতে চায় রে 
ও পাগল, কায়ায় ছায়ায় অনেক তফাত 
বিপদ হলে মায়ার সংঘাত, 
বলছে আমায় মনের ডাক্তারে .. 
কিশোরী তোর অভিমানে, 
কিশোরী তোর অভিমানে, 
আমার কি সুখ দয়াল জানে রে 
ও দয়াল, জীবন আমার মায়ার বাঁধন 
তথ্য শুধুই সুখের কাঁদন, 
যন্ত্রনাতেই মুক্তি সাধন রে .. 
ও.. তুই যদি আমার হইতি, 
আমি হইতাম তোর 
কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর 
তুই যদি আমার হইতি, 
আমি হইতাম তোর 
কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর 
তুই যদি আমার হইতি, 
 আমি হইতাম তোর 
 কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর 
 কিশোরী তুই লজ্জা পাইলে, 
কিশোরী তুই লজ্জা পাইলে, 
গান উইড়া যায়, পাখনা মেইলা রে।