আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে
আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে
মিষ্টি পেমের লিখত চিটি প্রতি মাসেতে
হটাত একদিন খবর এলো
সাথীর নাকি বিএ হলো আমার অজান্তে....
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে
রেশমি চুরির কাজল টিপে খুঁজে পেতো সুখ
কাজের ফাকে যেতাম ছুটে দেখতে সাথীর মুখ
রেশমি চুরির কাজল টিপে খুঁজে পেতো সুখ
একপলকে দেখে সে আমায়...
আসত ছুটে বুকে জড়াতে...
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে
বিকেল বেলা পুকুর গাঠে জমতো আসর বেশ
মাছ দরারী চলে পেমের গল্প হতো শেষ
বিকেল বেলা পুকুর গাঠে জমতো আসর বেশ
মাছ দরারী চলে পেমের গল্প হতো শেষ
প্রতি রাতে সপ্ন মায়ায় শেষ...
ডাকতো কাছে ভালবাসতে...
আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে
আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে
মিষ্টি পেমের লিখত চিটি প্রতি মাসেতে
হটাত একদিন খবর এলো
সাথীর নাকি বিএ হলো আমার অজান্তে
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে