menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amar Moner Manush-Badal♫RBF

Sabbir/Luipahuatong
লিরিক্স
রেকর্ডিং
F:ওম..ওম..আ..লা লা লা লা লা লা

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

M:তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর।

Badal RBF

F:তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে

তৃষ্ণা আরো বাড়ে।

M:তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে

তৃষ্ণা আরো বাড়ে।

F:সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

হায়রে আমি অভাগিনী

পিপাসার কাতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর।

Badal RBF

M:তোমার এত ভালোবাসা আমি

বল কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দী থেকো

ওগো অবুঝ পাখি।

F:তোমার এত ভালোবাসা আমি

বল কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দী থেকো

ওগো অবুঝ পাখি।

M:তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

ইচ্ছে করে জনম ভরে

করিগো আদর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর।

F:তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

M:তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

M+F:তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর।

Badal RBF

Sabbir/Luipa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে