menu-iconlogo
huatong
huatong
sabina-yasminandrew-kishore--cover-image

মন দিলাম প্রাণ দিলাম

Sabina Yasmin/Andrew Kishorehuatong
লিরিক্স
রেকর্ডিং

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার কাজল পাখি

ও আমার পরান পাখি

ও আমার কাজল পাখি..পরান পাখি

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি..ঘাটের মাঝি

দুনিয়া বলে, পাগল হয়েছি

আমি যে বলি, তোমার প্রেমে পড়েছি

তোমাকে আমি, কথা দিয়েছি

তোমারি নামের মালা গলাই পড়েছি

ইশারাতে দিবানিশি করো ডাকা ডাকি

ও আমার কাজল পাখি

ও আমার পরান পাখি

ও আমার কাজল পাখি..পরান পাখি

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি..ঘাটের মাঝি

নতুন নতুন আরো গান পেতে

গানে অবশ্যই লাইক চাই.....

যদি লাইক করতে না পারেন

দয়া করে আনলাইক করবেন না

লাজেরও আচল, কেড়ে নিওনা

যাবো যে মরে, হাতের ছোয়া দিওনা

ভ্রমরা আমি, সে কি জানো না

ফুলেরও মধু, নিলে কি দোষ বলনা

ভয়ে ভয়ে তাইতো আমি দূরে সরে থাকি..

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি..ঘাটের মাঝি

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি..ঘাটের মাঝি

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার কাজল পাখি

ও আমার সুজন মাঝি

ও আমার পরান পাখি

ও আমার ঘাটের মাঝি

Sabina Yasmin/Andrew Kishore থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে