শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে খনিক দেখা
একি শুধুই অভিনয়
শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়
এই অবুঝ মনে কে যে খনে খনে
এই অবুঝ মনে কে যে খনে খনে
চুপি চুপি দোলা দেয়
ওগো জোছনায় তুমইি বলনা
কেনো যে উতলা এ হৃদয়
শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে খনিক দেখা
একি শুধুই অভিনয়
শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়
জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা
জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা
নীড়ে পাখী ফিরে যায়
তবু আকাশে গানের আভাসে
চলারও কাহিনী লেখা রয়
শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে খনিক দেখা
একি শুধুই অভিনয়
শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়