menu-iconlogo
huatong
huatong
avatar

আমার ভাঙ্গা ঘরে | Amar Vanga Ghore Vanga Chala

Sabina Yasminhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার ভাংগা ঘরে ভাংগা চালা

ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পড়ে

হাত বাড়াইয়া ডাকে

হাত ইশারায় ডাকে কিন্তু

মুখে বলে না

আমার কাছে আইলে বন্ধু

আমারে পাইবা না

আমার ভাংগা ঘরে ভাংগা চালা

ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পড়ে

হাত বাড়াইয়া ডাকে

তুমি আমায় ডাকলা নাগো

তুমি রইলা দূরে

তোমার হইয়া অবাক জোছনা

ডাকলো অচিন সুরে

তুমি আমায় ডাকলা নাগো

তুমি রইলা দূরে

তোমার হইয়া অবাক জোছনা

ডাকলো অচিন সুরে

হাত ইশারাই ডাকে কিন্তু

মুখে বলে না..

আমার কাছে আইলে বন্ধু

আমারে পাইবা না

আমার ভাংগা ঘরে ভাংগা চালা

ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পড়ে

হাত বাড়াইয়া ডাকে

ঘর ছাড়িয়া বাহির হইয়া

জোছনা ধরতে যাই

হাত ভর্তি চান্দের আলো

ধরতে গেলে নাই

আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া

জোছনা ধরতে যাই

হাত ভর্তি চান্দের আলো

ধরতে গেলে নাই

হাত ইশারাই ডাকে জোছনা

মুখে বলে না

আমার কাছে আইলে বন্ধু

আমারে পাইবা না

আমার ভাংগা ঘরে ভাংগা চালা

ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পড়ে

হাত বাড়াইয়া ডাকে

হাত ইশারায় ডাকে কিন্তু

মুখে বলে না..

আমার কাছে আইলে বন্ধু

আমারে পাইবা না

আমার ভাংগা ঘরে ভাংগা চালা

ভাংগা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পড়ে

হাত বাড়াইয়া ডাকে

অবাক জোছনা ঢুইকা পড়ে

হাত বাড়াইয়া ডাকে

অবাক জোছনা ঢুইকা পড়ে

হাত বাড়াইয়া ডাকে

আমায় হাত বাড়াইয়া ডাকে

Sabina Yasmin থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে