menu-iconlogo
huatong
huatong
avatar

চলে গেছো তাতে কি

Saif Zohanhuatong
লিরিক্স
রেকর্ডিং
আ...আ...আহা হা

আ...আ...আহা হা

চলে গেছো তাতে কি ভালবেসে মরেছি

তুমি আছো হৃদয়ের আয়নাই

চলে গেছো তাতে কি ভালবেসে মরেছি

তুমি আছো হৃদয়ের আয়নাই..

লোকে আমারে সুধায়

ভালোবাসা কারে কয় বলোনা..

লোকে আমারে সুধায়

ভালোবাসা কারে কয় বলোনা..

হাঁসতে কেন তুমি শেখালে আমায়..

কেনইবা বলো কাঁদালে..

কেন করেছিলে এতটা আপন

যদি হারাবে আড়ালে..

আজ সব সৃতি কি

বলো হয়ে গেছে শেষ বলোনা

আ...আ...আহা হা

আ...আ...আহা হা

কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে..

ধরেছিলে এই হাত...

জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে

একাকী আমার এই রাত..

আজ সব চাওয়া কি

বলো পুরিয়ে গেছে বলোনা..

আ...আ...আহা হা

আ...আ...আহা হা

বলেছিলে এক আকাশে উড়বো আজীবন..

চুপিচুপি হবে আলাপন..

হাতে হাত রেখে কাটাবো জীবন..

কথা হবে অকারন..

আজ সব কথা কি

বলো হয়ে গেছে শেষ বলোনা..

আজ সব কথা কি

বলো হয়ে গেছে শেষ বলোনা..

আ...আ...আহা হা

আ...আ...আহা হা

হুম...হুম...হুম হু হু

ও...হুম হুম হুম...

Saif Zohan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে