SAJIB DAS
(F) তোমার মুখটা এতো চেনা
তোমার মনটা এতো জানা
অজানা অচেনা কেন যে হয়ে যায়
যত আমি ভালোবাসি তোমায়........
(M) তোমার মুখটা এতো চেনা
তোমার মনটা এতো জানা
অজানা অচেনা কেন যে হয়ে যায়
যত আমি ভালোবাসি তোমায়........
(F) কখনো এমন হয়নি
(M) না না না না না
(F) জীবনে কাউকে চাইনি
(M) না না না না না
এমন করে তো পাইনি
(F) না না না না না
(M) কেউ তো আমার হয়নি
(F) না না না না না
(M) অজানা অচেনা কেন যে হয়ে যায়
যত আমি ভালোবাসি তোমায়......
(F) তোমার মুখটা এতো চেনা
(M) তোমার মনটা এতো জানা।
(M) জীবন তো নয় স্বপ্ন
(F) লা লা লা লা লা
(M) মনকে বোঝানো যায়না
(F) লা লা লা লা লা
প্রেমের ছোঁয়াতে মগ্ন
(M) লা লা লা লা লা লা
(F) তাকে তো ভোলানো যায়না
(M) লা লা লা লা লা
(F) অজানা অচেনা কেন যে হয়ে যায়
যত আমি ভালোবাসি তোমায়....
(M) তোমার মুখটা এতো চেনা
(F) তোমার মনটা এতো জানা।
(M+F) অজানা অচেনা কেন যে হয়ে যায়
যত আমি ভালোবাসি তোমায়........
************** Thank you *************