শিরোনাম) তোমাকে চাই
শিল্পী)এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
আর কিছু জীবনে পাইবা না পাই
বাঁধন হারা মন্টা আমার
শাষন বারন মানে না
তোমারি প্রেমে পাগল পড়া
আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি
বুকেরই কাঁপন তুমি
কত আপন তুমি যানা নাই নাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
আর কিছু জীবনে পাইবা না পাই
সারটি জীবন ছায়ার মত
আমারি পাশে থাকো না
বুকের ঘরে যতনও করে
আমাকে তুমি রাখোনা
আমার জীবন তুমি
আমার মরন তুমি
কত আপন তুমি যানা নাই নাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাইবা না পাই
আর কিছু জীবনে পাইবা না পাই