==শিল্পী=সাজ্জাদ নুর ==
==ফ্যামিলি =RMP==
==আপলোড=সাকিব==
আমি নিন্দুকের করি না ভয়
ভয়ে কি আর পিরিত হয়
লোকে য করুক অ্পমান
ও বন্ধুরে ,তোর লাগিয়া দিতে পারি জান~
আমি নিন্দুকের করি না ভয়
ভয়ে কি আর পিরিত হয়
লোকে য করুক অ্পমান
ও বন্ধুরে ,তোর লাগিয়া দিতে পারি জান~~
==============
আমার দুইটা চক্ষু দিয়া
দেখতো যদি তোরে
সবাই তোরে ভালোবাসতো
আমার মতো করে
=============
আমার দুইটা চক্ষু দিয়া
দেখতো যদি তোরে
সবাই তোরে ভালোবাসতো আমার মতো করে
আমার সাথে জোড়া বাইন্ধা বি্ধি তোরে করছে দান
তোর লাগিয়া দিতে পারি জান
ও বন্ধুরে তোর লাগিয়া দিতে পারি জান
আমি নিন্দুকের করি না ভয়
ভয়ে কি আর পিরিত হয়
লোকে য করুক অ্পমান
ও বন্ধুরে ,তোর লাগিয়া দিতে পারি জান~~
===============
ইচ্ছা করে বন্ধু তোরে
রাখি বুকে ধরে
তোমায় একটু না দেখিলে অন্তর আমার পুড়ে
============
ইচ্ছা করে বন্ধু তোরে
রাখি বুকে ধরে
তোমায় একটু না দেখিলে
অন্তর আমার পুড়ে
যতটা দিন থাকবো বেচে
গাইবো শুধু তোরি গান
তোর লাগিয়া দিতে পারি জান
ও বন্ধুরে তোর লাগিয়া দিতে পারি জান
আমি নিন্দুকের করি না ভয়
ভয়ে কি আর পিরিত হয়
লোকে য করুক অ্পমান
ও বন্ধুরে ,তোর লাগিয়া দিতে পারি জান~
আমি নিন্দুকের করি না ভয়
ভয়ে কি আর পিরিত হয়
লোকে য করুক অ্পমান
ও বন্ধুরে ,তোর লাগিয়া দিতে
====সমাপ্ত====