menu-iconlogo
huatong
huatong
avatar

আমি চাইলাম যারে Ami Chailam Jare

Salma Akhterhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

HUSSAIN

জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো

সে আমায় ভুল বুঝিয়া দূরে চলে গেল

জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো

সে আমায় ভুল বুঝিয়া দূরে চলে গেল

আমার কপালে নাই সুখ , বুঝি বিধাতা বৈমুখ

এই পোড়া মুখ আমি দেখাবো কারে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

আশা ছিল প্রাণবন্ধুরে রাখিবো এই বুকে

বন্ধুয়ারে লইয়া আমি থাকিবো সুখে

আশা ছিল প্রাণবন্ধুরে রাখিবো এই বুকে

বন্ধুয়ারে লইয়া আমি থাকিবো সুখে

হায়রে ভা লো বা সা...

আমায় করলি নৈরাশা

হায়রে ভালোবাসা

আমার করলি নৈরাশা

এমন ভালোবাসা যেন কেউ না করে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

Follow Me

Salma Akhter থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে