আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে জানিরে আমি জানি
আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে জানি আমি জানি
দূর প্রবাসে একলা থাকি কষ্ট লাগে খুব
চোখের সামনে ভাইসা থাকে সোনা পাখির মুখ
দূর প্রবাসে একলা থাকি কষ্ট লাগে খুব
চোখের সামনে ভাইসা থাকে সোনা পাখির মুখ
তর লাগি ছটফট করে আমার পোড়া বুক
আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে জানি আমি জানি..
কাঁপা কাঁপা গলায় পাখি বলে ফোনে কথা
কথার ভাষায় বুঝতে পারি মনে ভীষণ ব্যথা
কাঁপা কাঁপা গলায় পাখি বলে ফোনে কথা
কথার ভাষায় বুঝতে পারি মনে ভীষণ ব্যথা
মাঝে মাঝে প্রশ্ন করে ফিরবেন কবে বাড়ি
আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি
মাঝে মাঝে প্রশ্ন করে ফিরবেন কবে বাড়ি
আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি
আপনার লাগি ছটপট করে আমার পোড়া বুক
আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে জানি আমি জানি..
ভাল আছি ভাল থাইকেন খবর নিয়েন রোজ
আপনার লাগি পরান পোড়ে মন থাকে অবুজ
ভাল আছি ভাল থাইকেন খবর নিয়েন রোজ
আপনার লাগি পরান পোড়ে মন থাকে অবুজ
মাঝে মাঝে প্রশ্ন করে ফিরবেন কবে বাড়ি
আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি
মাঝে মাঝে প্রশ্ন করে ফিরবেন কবে বাড়ি
আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি
আপনার লাগি ছটপট করে আমার পোড়া বুক
আমার সোনার ময়না পাখি
চোখে কাজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে জানিরে আমি জানি..