আমি স্বপ্নে তোমায় দেখেছি
মোর নিশীথ বাসর শয্যায়
মন বলে ভালোবেসেছি
আঁখি বলিতে পারেনি লজ্জায়
আমি স্বপ্নে তোমায় দেখেছি
মোর নিশীথ বাসর শয্যায়
মন বলে ভালোবেসেছি
আঁখি বলিতে পারেনি লজ্জায়
আমি স্বপ্নে তোমায় দেখেছি..
জানিনা এ কোন লীলাতে
মন চায়ে যে মাধুরী বিলাতে
আজ জানিনা এ কোন লীলাতে
মন চায়ে যে মাধুরী বিলাতে
তবু পারেনি তোমারে ভোলাতে
মধুর বধুর সজ্জায়
মন বলে ভালোবেসেছি
আঁখি বলিতে পারেনি লজ্জায়
আমি স্বপ্নে তোমায় দেখেছি..
সুন্দর এই মায়া তিথিতে
মন তুমি ছাড়া কিছু জানেনা
সুন্দর এই মায়া তিথিতে
মন তুমি ছাড়া কিছু জানেনা
যেন এ আবেশ কোনো দিন ভাঙ্গেনা
জানিনা তো এই ফাগুনে
আমি জ্বলে মরি কিসের আগুনে
জানিনা তো এই ফাগুনে
আমি জ্বলে মরি কিসের আগুনে
এ কোন খুশীর বিজুরী
শিহরে তনুর মজ্জায়
মন বলে ভালোবেসেছি
আঁখি বলিতে পারেনি লজ্জায়
আমি স্বপ্নে তোমায় দেখেছি
মোর নিশীথ বাসর শয্যায়
মন বলে ভালোবেসেছি
আঁখি বলিতে পারেনি লজ্জায়
আমি স্বপ্নে তোমায় দেখেছি...