একটু অপেক্ষা করুন
আমি কেমন করে
নেব তোমার খবর
তোমার ভালবাসা তুমি
নিজের হাতে দিয়ে গেছো কবর
আমি কেমন করে
নেব তোমার খবর
তোমার ভালবাসা তুমি
নিজের হাতে দিয়ে গেছো কবর
মর্ডান টপ সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে
একটু অপেক্ষা করুন
হয়ত তুমি ভুলেই গেছো
পুরনো সব কথা
অনেক রকম আনন্দ আর
ছোট খাট ব্যাথা
একটু অপেক্ষা করুন
হয়ত তুমি ভুলেই গেছো
পুরনো সব কথা
অনেক রকম আনন্দ আর
ছোট খাট ব্যাথা
এরই মাঝে পেরিয়ে গেছে
অনেকটা বছর ...অনেকটা বছর
আমি কেমন করে
নেব তোমার খবর
তোমার ভালবাসা তুমি
নিজের হাতে দিয়ে গেছো কবর
মর্ডান টপ সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে
একটু অপেক্ষা করুন
কখনো কি ভেবেছিলাম
দূরের মানুষ হয়ে
দুঃখের ব্যাথা এমনি করেই
যাব বয়ে বয়ে
একটু অপেক্ষা করুন
কখনো কি ভেবেছিলাম
দূরের মানুষ হয়ে
দুঃখের ব্যাথা এমনি করেই
যাব বয়ে বয়ে
এমনি করে হারিয়ে যাবে
স্বপ্নেরই বাসর ....স্বপ্নেরই বাসর
আমি কেমন করে
নেব তোমার খবর
তোমার ভালবাসা তুমি
নিজের হাতে দিয়ে গেছো কবর
আমি কেমন করে
নেব তোমার খবর
তোমার ভালবাসা তুমি
নিজের হাতে দিয়ে গেছো কবর