menu-iconlogo
huatong
huatong
avatar

Dekho Oi Nil Akash

Sanjoy Kumar Dashuatong
🦋KumarSanjoy-🌻🇫u200b🎶🇸u200bhuatong
লিরিক্স
রেকর্ডিং
ডানা মেলে পাখি উড়ে।

দেখো ওই নীল আকাশে

ডানা মেলে পাখি উড়ে।

সেখানে নেই বাধন

সেখানে নেই বারন

শুধু খোলা আকাশ

আমি চাই সে জীবন

পাখিরা ছুটে যেমন।

আমি চাই সে ই জীবন

পাখিরা ছুটে যেমন।।

দেখো ওই নীল আকাশে

ডানা মেলে পাখি উড়ে..।।

কোন পিছু স্মৃতির মায়া

ভালো যে লাগেনা আর

এই হৃদয়ে আমার।

কোন পিছু স্মৃতির মায়া

ভালো যে লাগেনা আর

এই হৃদয়ে আমার।

তাইতো হলাম আজ যাযাবর

আছে ওই সাগর যেমন

আমি চাই সে ই জীবন

পাখিরা ছুটে যেমন।

আমি চাই সে ই জীবন

পাখিরা ছুটে যেমন।

দেখো ওই নীল আকাশে

ডানা মেলে পাখি উড়ে।।

কষ্ট পেয়ে নষ্ট হতে

চাইনা তো আমি আর

আসুক ব্যাথার পাহাড়

কষ্ট পেয়ে নষ্ট হতে

চাইনা তো আমি আর

আসুক ব্যাথার পাহাড়।

চাইনা সেই সে ভালোবাসা

মিথ্যে শব্দ চয়ন।

আমি চাই সে ই জীবন

পাখিরা ছুটে যেমন।।

আমি চাই সে ই জীবন

পাখিরা ছুটে যেমন।।

দেখো ওই নীল আকাশে

ডানা মেলে পাখি উড়ে,

দেখো ওই নীল আকাশে

ডানা মেলে পাখি উড়ে।

সেখানে নেই বারন

শুধু খোলা আকাশ

আমি চাই সে জীবন

পাখিরা ছুটে যেমন।

আমি চাই সে ই জীবন

পাখিরা ছুটে যেমন।।

দেখো ওই নীল আকাশে

ডানা মেলে পাখি উড়ে.।।

ধন্যবাদ সবাইকে...

Sanjoy Kumar Das থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে