menu-iconlogo
huatong
huatong
santam--cover-image

বেঁধেছি প্রাণ, তোমার সঙ্গে

Santamhuatong
লিরিক্স
রেকর্ডিং
তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ (SANTAM)

SINGER-1: আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে,

তুমি জানো না, আমি তোমারে পেয়েছি

অজানা সাধনে,

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে

MUSIC

MUSIC

SINGER-2: সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ

সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ,

তুমি জানো না,

ঢেকে রেখেছি তোমার নাম

রঙ্গীন ছায়ার আচ্ছাদনে,

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে

MUSIC

MUSIC

SINGER-1: তোমার অরূপ মূর্তিখানি

ফাল্গুনের আলোতে বসাই আনি,

অরূপ মূর্তিখানি

বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে

বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে,

SINGER-2: সোনার আভায় কাঁপে তব উত্তরী

সোনার আভায় কাঁপে তব উত্তরী

গানের তানের সে উন্মাদনে,

তুমি জানো না, আমি তোমারে পেয়েছি

অজানা সাধনে,

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে

ধন্যবাদ (SANTAM)

Santam থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে