ছেলেঃ} প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।
তোমারই দেওয়া, সৃতি গুলো..।
তোমারই দেওয়া, সৃতি গুলো।
মনেরই ক্যানভাসে জমা রাখি...।
মেয়েঃ} প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।
মেয়েঃ} প্রথম যেদিন আমি দেখি গো তোমায়।
হৃদয়ে লিখে নাম রেখেছি গো হায়।
ছেলেঃ} প্রথম যেদিন আমি দেখি গো তোমায়।
হৃদয়ে লিখে নাম রেখেছি গো হায়।
কেমন করে,ভুলে গেলে-।
কেমন করে,ভুলে গেলে।
আমার জীবন থেকে দিয়ে ফাকি...।
ছেলেঃ} প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।
প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।
ছেলেঃ} মনটা দেওয়া কি তবে ছিলোয় অপরাধ।
তাইতো কাঁদালে তুমি মিটালে গো সাদ ।
মেয়েঃ} মনটা দেওয়া কি তবে ছিলোয় অপরাধ।
তাইতো কাঁদালে তুমি মিটালে গো সাদ ।
ছেলেঃ} আমারই স্বপন, ভেঙে দিয়ে-।
আমারই স্বপন, ভেঙে দিয়ে।
পারবে কি কভু তুমি হতে সুখী..।
মেয়েঃ} প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।
ছেলেঃ} প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।
ছেলেঃ} ফাহিম হোসেন জীবন বলে পেয়সী।
তোমারই কারনে আমি মিছে দোষী।
ফাহিম হোসেন জীবন বলে পেয়সী।
তোমারই কারনে আমি মিছে দোষী।
মেয়েঃ} এই জনমে, পাবো না জানি।
এই জনমে, পাবো না জানি।
পরো জনমে পেতে আশা রাখি..।
প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।
ছেলেঃ} প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।
মেয়েঃ} তোমারই দেওয়া, সৃতি গুলো..।
তোমারই দেওয়া, সৃতি গুলো।
মনেরই ক্যানভাসে জমা রাখি...।
ছেলেঃ} প্রেমের ভুবনে আমি ক্লান্ত পাখি।
তোমাকে ভালোবেসে হয়েছি দুঃখী।