menu-iconlogo
huatong
huatong
avatar

পৃথিবী ঘুমিয়ে গেছে |SB|

SB TUNEShuatong
লিরিক্স
রেকর্ডিং
music SUNIL

পৃথিবী ঘুমিয়ে গেছে

কোথাও জেগে নেই কেউ

আমি একা জেগে আছি

বুকে নিয়ে বেদনার ঢেউ

সেই ঢেউ ভেঙে যায়

মনের দুকুল!

জীবনের যোগফল

ভুল শুধু ভুল

ভুল শুধু ভুল

পৃথিবী ঘুমিয়ে গেছে

কোথাও জেগে নেই কেউ

আমি একা জেগে আছি

বুকে নিয়ে বেদনার ঢেউ

সেই ঢেউ ভেঙে যায়

মনের দুকুল!

জীবনের যোগফল

ভুল শুধু ভুল

ভুল শুধু ভুল

ভালোবেসে যারে আমি

করেছি আপন

করলো সে এলোমেলো

সাজানো জীবন..

হয়ে আছি অপরাধী

নিজেরই কাছে

নিজের ভুলেই সুখ

হারিয়ে গেছে

ভালোবেসে যারে আমি

করেছি আপন

করলো সে এলোমেলো

সাজানো জীবন..

হয়ে আছি অপরাধী

নিজেরই কাছে

নিজের ভুলেই সুখ

হারিয়ে গেছে

আজ আমি দিয়ে যাই

ভুলের মাশুল

জীবনের যোগফল

ভুল শুধু ভুল

ভুল শুধু ভুল

পৃথিবী ঘুমিয়ে আছে

কোথাও জেগে নেই কেউ

আমি একা জেগে আছি

বুকে নিয়ে বেদনার ঢেউ

সবার কাছে বিনীত অনুরোধ

আমার গানগুলো কপি করবেন না!

লাইক দিয়ে সাথেই থাকুন!

সে তো শুধু অভিনয়ে

ভুলিয়ে আমায়

বুকটাকে ভেঙ্গেচুরে

নিয়েছে বিদায়,,

বুঝিনি তো ভালোবাসা

কাঁদাবে শেষে

মরণ হবে তার প্রিয়ারি কাছে

সে তো শুধু অভিনয়ে

ভুলিয়ে আমায়

বুকটাকে ভেঙ্গেচুরে

নিয়েছে বিদায়,,

বুঝিনি তো ভালোবাসা

কাঁদাবে শেষে

মরণ হবে তার প্রিয়ারি কাছে

আজ আমি একাকী

নিজের সে ভুল

জীবনের যোগফল

ভুল শুধু ভুল

ভুল শুধু ভুল

পৃথিবী ঘুমিয়ে গেছে

কোথাও জেগে নেই কেউ

আমি একা জেগে আছি

বুকে নিয়ে বেদনার ঢেউ

সেই ঢেউ ভেঙে যায়

মনের দুকুল!

জীবনের যোগফল

ভুল শুধু ভুল

ভুল শুধু ভুল

পৃথিবী ঘুমিয়ে গেছে

কোথাও জেগে নেই কেউ

আমি একা জেগে আছি

বুকে নিয়ে বেদনার ঢেউ

সেই ঢেউ ভেঙে যায়

মনের দুকুল!

জীবনের যোগফল

ভুল শুধু ভুল

ভুল শুধু ভুল

................

ভুল শুধু ভুল

SB TUNES থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে