menu-iconlogo
huatong
huatong
avatar

tumi esechile porshu

sd burmanhuatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি এসেছিলে পরশু

কাল কেন আসনি

তুমি এসেছিলে পরশু

কাল কেন আসনি

তুমি কি আমায় বন্ধু

কাল ভালবাসনি

তুমি এসেছিলে পরশু

কাল কেন আসনি

নদী

নদী যদি হয় রে ভরাট কানায় কানায়

হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়

নদী যদি হয় রে ভরাট কানায় কানায়

হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়

তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি,

কাল কেন আসনি

কাল ভালবাসনি

তুমি এসেছিলে পরশু

কাল কেন আসনি

আকাশে

আকাশে ছিলনা বলে হায় চাঁদের পালকী

তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কাল কি

আকাশে ছিলনা বলে হায় চাঁদের পালকী

তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কাল কি।

তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি,

কাল কেন আসনি

কাল ভালবাসনি

তুমি এসেছিলে পরশু

কাল কেন আসনি

বনে

বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল

থেকে থেকে হাওয়া দিয়ে

যায় দিয়ে যায় দোল

বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল

থেকে থেকে হাওয়া দিয়ে

যায় দিয়ে যায় দোল।

তুমি কি আমায় বন্ধু একবারও ডাকনি,

কাল কেন আসনি

কাল ভালবাসনি

কাল কেন আসনি

sd burman থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে