এই শহরে আমি একা
মানুষগুলো অচেনা…
হো…ও…
হো…ও…
হো…ও,ও,ও…
এই শহরে আমি একা
মানুষগুলো অচেনা…
আমি কখনো কারো কাছে পাইনি মন
কখনো কারো কাছে চাইনি পর্ন
কখনো কারো কাছে পাইনি মন
কখনো কারো কাছে চাইনি পর্ন
ভালোবাসা দিয়ে কিনেছি শুধু বেদনা
এই শহরে আমি একা
মানুষগুলো অচেনা
এই শহরে আমি একা
মানুষগুলো অচেনা
উরু উরু এ লগন
আধারে ডুবা মন আমার…
জলে ভিজা দু' নয়ন
তবুও দেখে স্বপন আবার…
উরু উরু এ লগন
আধারে ডুবা মন আমার…
জলে ভিজা দু' নয়ন
তবুও দেখে স্বপন আবার…
আমি কখনো কারো কাছে পাইনি মন
কখনো কারো কাছে চাইনি পর্ন
ভালোবাসা দিয়ে কিনেছি শুধু বেদনা
এই শহরে আমি একা
মানুষগুলো অচেনা…
তুমি তুমি এ জীবন
করে গেছে এই মন আমার…
প্রেমে ভরা এই মন
তবু কেন যাযাবর আবার
তুমি তুমি এ জীবন
করে গেছে এই মন আমার…
প্রেমে ভরা এই মন
তবু কেন যাযাবর আবার…
আমি কখনো কারো কাছে পাইনি মন
কখনো কারো কাছে চাইনি পর্ন
ভালোবাসা দিয়ে কিনেছি শুধু বেদনা…
এই শহরে আমি একা
মানুষগুলো অচেনা
আমি কখনো কারো কাছে পাইনি মন
কখনো কারো কাছে চাইনি পর্ন
কখনো কারো কাছে পাইনি মন
কখনো কারো কাছে চাইনি পর্ন
ভালোবাসা দিয়ে কিনেছি শুধু বেদনা…
এই শহরে আমি একা
মানুষগুলো অচেনা
এই শহরে আমি একা
মানুষগুলো অচেনা
হুম…হুম…
হুম…হুম…
হুম…হুম,হুম,হুম…
হুম…হুম…
হুম…হুম…
হুম…হুম,হুম,হুম…