menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার আমার এইনা ভালোবাসা

Shabnurhuatong
লিরিক্স
রেকর্ডিং
Fতোমার আমার ,

হো....হো হো ও....

তোমার আমার এইনা ভালবাসা

স্বপ্ন রঙ্গিন একটি নতুন আশা

তোমার আমার এইনা ভালোবাসা

স্বপ্ন রঙিন একটি নতুন আশা

কি যে করেছি প্রেমে পড়েছি

প্রাণে মরেছি আমার জান

তোমার আমার এইনা ভালোবাসা

স্বপ্ন রঙিন একটি নতুন আশা

কি যে করেছি প্রেমে পড়েছি

প্রাণে মরেছি আমার জান

তোমাকে পেয়ে, ভরে গেছে বুক

কোথায় বল, রাখি এত সুখ

,,

তোমাকে পেয়ে, ভরে গেছে বুক

কোথায় বল, রাখি এত সুখ

আপন করে তুমি, আমায় সাথে নাও

সারাটি জীবনে, যখন যেথাই যাও

কি যে করেছি প্রেমে পড়েছি

প্রানে মরেছি আমার জান

তোমার আমার এইনা ভালবাসা

স্বপ্ন রঙ্গিন একটি নতুন আশা

কি যে করেছি প্রেমে পড়েছি

প্রাণে মরেছি আমার জান

তোমাকে আমি, দিলাম অধিকার

তুমি ছাড়া কেউ, নেই দাবীদার

তোমাকে আমি, দিলাম অধিকার

তুমি ছাড়া কেউ, নেই দাবীদার

অনুরাগের ছোঁয়ায়, আমায় কাছে নাও

কানায়ে কানায় আজ, মনটা ভরে দাও

কি যে করেছি প্রেমে পড়েছি

প্রানে মরেছি আমার জান

তোমার আমার এইনা ভালবাসা

স্বপ্ন রঙ্গিন একটি নতুন আশা

কি যে করেছি প্রেমে পড়েছি

প্রানে মরেছি আমার জান

তোমার আমার এইনা ভালবাসা

স্বপ্ন রঙ্গিন একটি নতুন আশা

কি যে করেছি প্রেমে পড়েছি

প্রাণে মরেছি আমার জান

সবাইকে ধন্যবাদ

Shabnur থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে