menu-iconlogo
logo

Brishti Bheja

logo
লিরিক্স
বৃষ্টি ভেজা স্বপ্ন দে

রোদেলা কিছু গল্প দে

বাসবো ভালো কাছে আয়

ओ जाने जां

বৃষ্টি ভেজা স্বপ্ন দে

রোদেলা কিছু গল্প দে

বাসবো ভালো কাছে আয়

ओ जाने जां

থাকবো পাশে রাত দিন

তোকে ছাড়া খুব কঠিন

থাকবো পাশে রাত দিন

তোকে ছাড়া খুব কঠিন

আজ इश्क़े তোর

কাটে না যে ঘোর কেন বল

বৃষ্টি ভেজা স্বপ্ন দে

রোদেলা কিছু গল্প দে

বাসবো ভালো কাছে আয়

ओ जाने जां

রাখবো তোকে

যত্ন করে আর আহ্লাদরে

আর দেবো দু'চোখে ভরে

স্বপ্ন রঙিন

হো ইচ্ছে হলে

কাউ কে কিছু জি না বলে

যাব যে নিয়ে মেঘের কোলে

তোকে কোনও দিন

থাকবো পাশে রাত দিন

তোকে ছাড়া খুব কঠিন

আজ इश्क़े তোর

কাটে না যে ঘোর কেন বল

বৃষ্টি ভেজা স্বপ্ন দে

রোদেলা কিছু গল্প দে

বাসবো ভালো কাছে আয়

ओ जाने जां

খামখেয়ালে, ছবি তোর আঁকি মন দেয়ালে

হঠাৎ তুই ডাক পাঠালে

ছুটে চলে যাই

হো সব দিকে তুই

ইচ্ছে ঘিরে তোকে শুধুই

আরজি আছে ব্যাস এই টুকুই

তোকে যেনো পাই

থাকবো পাশে রাত দিন

তোকে ছাড়া খুব কঠিন

আজ इश्क़े তোর

কাটে না যে ঘোর কেন বল

বৃষ্টি ভেজা স্বপ্ন দে

রোদেলা কিছু গল্প দে

বাসবো ভালো কাছে আয়

ओ जाने जां

Shadaab Hashmi-এর Brishti Bheja - লিরিক্স এবং কভার