নয়ন মনি
আজ তোমার জন্মদিন
কি দেব বল উপহার,
আজ তোমার জন্মদিন
কি দেব বল উপহার
হৃদয় ছাড়া দেবার মত
কিছুতো নেই আমার..
জন্মদিনে তোমার...
হৃদয় দিলাম উপহার..
আজ তোমার জন্মদিন
এ গান দিলাম উপহার
শুভ জন্মদিনের শুভেচ্ছা
নয়ন মনি
প্রিয় ফুলের তুরা পাবে
শুভেচ্ছাও উপহার দেবে
রঙ্গিন খামে
ফুল সেতো ঝড়ে যাবে
রাত শেষে
উপহার গুলো
পোরনো হবে
আতস বাতির রঙ্গিন আলোয়
নিবে গেলেই আধার...
তাই জন্মদিনে তোমার
হৃদয় দিলাম উপহার
আজ তোমার জন্মদিন
এ গান দিলাম উপহার
শুভ জন্মদিনের শুভেচ্ছা
Happy Birthday To You
নয়ন মনি
শুভক্ষনের এমন দিনে
দূরের মানুষ কাছে আসে ভালবেসে
সবাই আবার নেবে বিদায়
সব আয়োজন শেষ হলে একটু হেসে
কোলাহলের শেষেই তুমি
একা হবে আবার
তাই জন্মদিনে তোমার
হৃদয় দিলাম উপহার
আজ তোমার জন্মদিন
কি দেব বল উপহার,
আজ তোমার জন্মদিন
কি দেব বল উপহার
হৃদয় ছাড়া দেবার মত
কিছুতো নেই আমার
জন্মদিনে তোমার
হৃদয় দিলাম উপহার
আজ তোমার জন্মদিন
এ গান দিলাম উপহার
শুভ জন্মদিনের শুভেচ্ছা