menu-iconlogo
huatong
huatong
avatar

Aj Jonmodin Tomar

Shafin Ahmedhuatong
লিরিক্স
রেকর্ডিং
আজকের আকাশে অনেক তারা

দিন ছিল সূর্যে ভরা,

আজকের জোছনাটা আরো সুন্দর,

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগা

মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল

তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল

ভালবাসা নিয়ে নিজে তুমি,

ভালোবাসো সব সৃষ্টিকে

ভালবাসা নিয়ে নিজে তুমি,

ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ

আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

আজকের আকাশে অনেক তারা

দিন ছিল সূর্যে ভরা,

আজকের জোছনাটা আরো সুন্দর,

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগা

মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

Shafin Ahmed থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে