menu-iconlogo
huatong
huatong
avatar

কোন মিস্তরি নাও বানাইলো

Shah Abdul Karimhuatong
লিরিক্স
রেকর্ডিং
কোন মিস্তরি নাও বানাইলো

কেমন দেখা যায়...

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো

কেমন দেখা যায়...

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো

চন্দ্র সুর্য বান্ধা আছে

নায়েরই আগায়

চন্দ্র সুর্য বান্ধা আছে

নায়েরই আগায়

দূরবীনে দেখিয়া পথ

মাঝি মাল্লায় বায়

দূরবীনে দেখিয়া পথ

মাঝি মাল্লায় বায়

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো

হারা জিতা চুবের বেলা

কার পানে কে চায়...

হারা জিতা চুবের বেলা

কার পানে কে চায়?

মদন মাঝি বড় পাজি

কত নাও ডুবায়

মদন মাঝি বড় পাজি

কত নাও ডুবায়

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো

বাউল আব্দুল করিম বলে

বুঝে উঠা দায়

বাউল আব্দুল করিম বলে

বুঝে উঠা দায়

কোথা হইতে আসে নৌকা

কোথায় চলে যায়

কোথা হইতে আসে নৌকা

কোথায় চলে যায়

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো

কেমন দেখা যায়...

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো রে

ধন্যবাদ সবাইকে

Shah Abdul Karim থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে