menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবাসি তোরে বন্ধু মন প্রান দিয়া রে

Shahariar_islamhuatong
লিরিক্স
রেকর্ডিং
শিরোনাম:ভালোবাসি তোরে বন্ধু

যা রে বন্ধু যা রে আমায় অনেক দূরে নিয়া রে

ছেলে:ভাসাইয়া চাঁন্দেরই সাম্পান

মেঘেরই সাগরে রে

যাবো তোরে নিয়া আমি জগৎ ছাড়িয়া রে

মেয়ে:ও........বন্ধুরে

ও........ বন্ধুরে

ভালোবাসি তোরে বন্ধু মন প্রাণ দিয়া রে

যা রে বন্ধু যা রে আমায় অনেক দূরে নিয়া রে

মিউজিক ফলো করুন্

মেয়ে:আসমানেতে কতো তারা গুণতে পারিনা

কতো ভালোবাসি তোকে বলতে পারিনা

ছেলে:সাত সাগরে কতো জল মাপতে পারিনা

কতো ভালোবাসি তোকে বলতে পারিনা

মেয়ে:পাগলও করিলো বন্ধু কি যাদু করিয়া রে

যা রে বন্ধু যা রে আমায় অনেক দূরে নিয়া রে

ছেলে:ভাসাইয়া চাঁন্দেরই সাম্পান

মেঘেরই সাগরে রে

যাবো তোরে নিয়া আমি জগৎ ছাড়িয়া রে

মিউজিক ফলো করুন

মেয়ে:সবাই বলে স্বর্গ সুখ,অনেক সুখের হয়

তোর বুকেতে যতো সুখ, এতো সুখের নয়

ছেলে:দেহ থেকে গেলে প্রাণ, মরণ তারে কয়

ভালোবেসে না মরিলে, মরণ নাহি হয়

মেয়ে:ভালোবেসে যেনো বন্ধু, যাবো গো মরিয়া রে

যা রে বন্ধু যা রে আমায় অনেক দূরে নিয়া রে

ভালোবাসি তোরে বন্ধু মন প্রাণ দিয়া রে

যা রে বন্ধু যা রে আমায় অনেক দূরে নিয়া রে

ছেলে:ভাসাইয়া চাঁন্দেরই সাম্পান

মেঘেরই সাগরে রে

যাবো তোরে নিয়া আমি জগৎ ছাড়িয়া রে

মেয়ে:ও........বন্ধুরে

ও........ বন্ধুরে

ও........বন্ধুরে

ও........ বন্ধুরে

শেষ

Shahariar_islam থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Shahariar_islam-এর ভালোবাসি তোরে বন্ধু মন প্রান দিয়া রে - লিরিক্স এবং কভার