menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি হাতখানি যবে \\

Shahidul islamhuatong
লিরিক্স
রেকর্ডিং
আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

তুমি হাতখানি যবে

রাখ মোর হাতেরও পরে

মোর কণ্ঠ হ’তে

সুরেরও গঙ্গা ঝরে

তুমি হাতখানি যবে

রাখ মোর হাতের ওপরে

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

তবও কাজলও আঁখির

ঘনও পল্লবও তলে

বিরহ মলিন

ছায়া মোর যবে দোলে -এ- এ

তবও কাজলও আঁখির

ঘনও পল্লবও তলে

বিরহ মলিন

ছায়া মোর যবে দোলে

তব নীলাম্বরীর

ছোঁয়া লাগে যেন

সেদিন নীলাম্বরে

হাতখানি যবে

রাখ মোর হাতেরও পরে

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

যেদিন তোমারে পাই না

পাইনা কাছে গো

পরশনো নাহি পাই,

মনে হয় যেন বিশ্ব ভুবনে

কেহ নাই, কিছু নাই

যেদিন তোমারে পাই না

পাইনা কাছে গো

পরশনো নাহি পাই,

মনে হয় যেন বিশ্ব ভুবনে

কেহ নাই, কিছু নাই

অভিমানে কাঁদে

বক্ষে সেদিন বীণ

আকাশ সেদিন

হয়ে যায় বাণী হীন

যেন রাধা নাই,

আর বৃন্দাবনে গো রাধা নাই

সব সাধ গেছে ম’রে

হাতখানি যবে

রাখ মোর হাতেরও পরে

মোর কণ্ঠ হ’তে

সুরেরও গঙ্গা ঝরে

তুমি হাতখানি যবে

রাখ মোর হাতের ওপরে

Shahidul islam থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে